নাসিরুদ্দিনের মন্তব্যকে কোনরকম গুরুত্ব দেননা বলে জানিয়ে পাল্টা একহাত নিলেন অনুপম, তাঁকে জোকার মন্তব্যের জন্য।
বুধবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নাসিরের মন্তব্যের প্রেক্ষিতে অনুপম বলেন, ‘‘আপনার সম্পর্কে কখনও খারাপ মন্তব্য করিনি। আর বলে রাখি, আপনার মন্তব্যকেও কখনও তেমন গুরুত্বও দিইনি। ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হওয়া সত্ত্বেও, সারাটা জীবন নৈরাশ্যে কেটেছে আপনার। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং বিরাট কোহলির সমালোচনা করতে পারেন, ওঁদের সঙ্গে এক সারিতে বসতে পেরে খুশি আমি।’’
সংশোধিত নাগরিকত্ব নিয়ে বলিউডের নীরবতা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন নাসিরুদ্দিন। সেখানেই অনুপম খেরকে একহাত নেন তিনি। নাসিরুদ্দিন বলেন, ‘‘বলিউডের অনেকেই টুইটারে বেশ সক্রিয়। অনুপম খেরও নিয়মিত নিজের মতামত জানান। কিন্তু আমার মনে হয়, ওঁকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। উনি একটা জোকার। উনি যে মানসিকবিকারগ্রস্ত, তা ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং এফটিআইআইয়ে ওঁর সমসাময়িক সকলেই জানেন।’’
দীপিকা পাড়ুকোনের মতো হাতেগোনা কয়েক জন এই প্রতিবাদকে সমর্থন জানানোয়, তাঁদের প্রশংসাও করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘‘কম বয়সী অভিনেতা এবং পরিচালকরা এর বিরুদ্ধে এগিয়ে এসেছেন বটে। তবে বড়মাপের তারকারা কেউ মুখ খোলেননি। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। মনে হয়, ওঁদের হয়তো অনেক কিছু হারানোর রয়েছে। সে তো দীপিকারও রয়েছে। তা সত্ত্বেও ও কিন্তু সাহস দেখিয়েছে।’’
click and follow Indiaherald WhatsApp channel