বরুণ ধওয়ান। ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন। এখন অনেক পরিচালকেরই পছন্দের প্রথম তালিকায় এই বলিউড অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ব্যবহারও ভালো বরুণের। সেই ব্যবহারের পরিচয় পাওয়া গেল আরও এক বার। সম্প্রতি বৃহস্পতিবার রাত্রে গার্লফ্রেন্ড নাতাশা দালালকে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনে যাচ্ছিলেন বরুণ। শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজিরা। ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। ভিড়ের মধ্যেই কোনওরকমে বরুণের ড্রাইভার অসাবধানে ঘটিয়ে ফেলেন ওই ঘটনা। ওই ব্যক্তির চিৎকার শুনেই গাড়ি থেকে নেমে আসেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কী না।
click and follow Indiaherald WhatsApp channel