গোটা বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন কানে আসছে, তা হল আলিয়া রনবীরের বিয়ে।সম্ভবত ২০২০ সালেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই হিট জুটি।শোনা যাচ্ছে দুই পরিবার বেজায় খুশিতে মেতে উঠেছে এই বিয়ে নিয়ে।বিয়ের দিনক্ষণ ভেনু সব কিছুই নাকি প্রায় রেডি হয়ে গেছে।
তবে পুরো ব্যাপারটাই যথাসাধ্য গোপনে করে চলেছেন দুজনের পরিবারই।কাক পক্ষীকেও টের পেতে দিতে চাইছেন না কেও। কিন্তু এমন খবর কি চাপা থাকে? বলিউডে তাই টুক করে ফাঁস হয়ে গেল জব্বর এক খবর ৷
স্পটবয় ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে নাকি লহেঙ্গার অর্ডার দিয়ে ফেলেছেন আলিয়া ৷ জানা গিয়েছে এই লহেঙ্গা পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া ৷
রনবীরের জন্য যদিও এখনো পোশাক ফাইনাল হয়নি, তবে পুরদমে চলছে সে কাজ।যদিও দুই পরিবারের তরফ থেকে এখনো স্পিকটি নট।তবুও বলিউডে এমন খবর চাপা থাকা মুস্কিল।
click and follow Indiaherald WhatsApp channel