অনন্য নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যুব ফুটবলার কাছে তিনি এমনিতেই দৃড়ান্ত রেখেছেন, তবে একটা একটা রেকর্ড যেন আরও আরও বেশি করে যুব ফুটবলাদের অনুপ্রাণিত করে তুলছে। বৃহস্পতিবার নিজের দল অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে। সেই সঙ্গে নজির গড়েছেন সিআর সেভেনও। ক্লাব এবং দেশের হয়ে মোট ৮০০ গোল  পূর্ণ করলেন বৃহস্পতিবার। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আর্সেনালকে (Arsenal) ৩-২ গোলে পরাজিত করে। এই ম্যাচে দুই গোল করেন রোনাল্ডো। খেলার ১৩ তম মিনিটে আর্সেনাল অদ্ভুত ভাবে একটি গোল করে এগিয়ে যায়। কর্নারের সময়ে ইউনাইটেড কিপার ডেভিড দি গিয়ার (David De Gea) পায়ের উপর দাঁড়িয়ে পরেন তাঁরই সতীর্থ ফ্রেড (Fred)। এর পরেই পা চেপে ধরে নিচু হন দি গিয়া। সেই সুযোগে এমিল স্মিথ রো (Emile Smith Rowe) বক্সের প্রান্ত থেকে অরক্ষিত গোলে শট নেন।

অন্যদিকে, দিন তিনেক হয়েছে রবার্ট লেয়নডস্কিকে পিছনে ফেলে বালঁ দ্যর পুরস্কার জিতে নিয়েছেন লিয়োনেল মেসি। যা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানি থেকে ভিডিয়ো কল-এ ভারতের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেখা গেল জার্মানির বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়কের ক্ষোভ এতটুকু কমেনি। লেয়নডস্কির পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ উঠতেই কিংবদন্তি জার্মান মিডফিল্ডার বলে উঠলেন, ‘‘যারা মেসিকে বেছে নিয়েছে, তাদের সিদ্ধান্তকে তো সম্মান জানাতেই হবে। মেসিকেও অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা ফেয়ার প্লে-তে বিশ্বাস করি। কিন্তু তার পরেও একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। লেয়নডস্কিকে সেরা না বাছাটা ভুল সিদ্ধান্ত।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: