চার রাজ্যে জয়ের পর বিজেপি উচ্ছ্বসিত হলেও, রাষ্ট্পতি নির্বাচন যে সহজ হবে না তা কড়া ভাষায় বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে বলেন, ‘এ বারের রাষ্ট্রপতি নির্বাচন বিজেপির জন্য সহজ হবে না। দেশের মোট বিধায়কের অর্ধেকও নেই তাদের। বিরোধী দলগুলির একসঙ্গে দেশজুড়ে আরও বেশি বিধায়ক রয়েছে। খেলা এখনো শেষ হয়নি। আমাদের সমর্থন ছাড়া, আপনি (বিজেপি) জিততে পারবেন না। এমনকি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া সমাজবাদী পার্টির মতো দলগুলোরও গতবারের চেয়ে বেশি বিধায়ক রয়েছে। আপনার এটা ভুলে যাওয়া উচিত নয়।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে বিজেপি তথা এনডিএ শিবিরের কাছে এখন পঞ্চাশ শতাংশের থেকে কম ভোট আছে। পাঁচ রাজ্যের ভোটের আগেই সেই অবস্থা ছিল। তার মধ্যে চার রাজ্যে দল সরকার গড়তে চললেও উত্তরপ্রদেশে অনেকগুলি আসন কমে গিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ–বিধায়কেরা। রাজ্যের জনসংখ্যার (১৯৭১) উপর ভিত্তি করে প্রতিটি বিধায়কের ভোটের মূল্য নির্ধারিত হয়। যেমন পশ্চিমবঙ্গের প্রতিটি বিধায়কের এক একটি ভোটের মূল্য ১৫১ করে। দেশে উত্তরপ্রদেশের বিধায়কদের ভোটের মূল্য সর্বাধিক – ২০৮। এই আবহে পাঁচ রাজ্যের নির্বাচনের আগে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ০.০৫ শতাংশ পিছিয়ে ছিল। তবে সদ্য সমাপ্ত ভোটের পর বিজেপি ১.২ শতাংশ পিছিয়ে সংখ্যাগরিষ্ঠতা থেকে। রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৫ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। আর এই অঙ্ক মনে করিয়েই মমতা হুঁশিয়ারি দিলেন বিজেপিকে। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক বিরোধী দলগুলিকে একত্রিত করতে উঠে পড়ে লেগেছেন। এই আবহে রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান দিতে চাইছেন মমতা।

మరింత సమాచారం తెలుసుకోండి: