দেখতে দেখতে ১০টা বছর পার! হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ হলো অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়ের (Piyali Mukherjee)। সেই সঙ্গে কামব্যাকও হলো। আসলে মাদারহুডের জন্য প্রায় আড়াই বছর শ্যুটিং বন্ধ রেখেছিলেন। এবার ফের শ্যুটিং ফ্লোরে প্রত্যাবর্তন। সম্প্রতি 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে একেবারে নেগেটিভ চরিত্রের মাধ্যমে পর্দায় ফিরেছেন তিনি। হঠাৎ করে নেগেটিভ চরিত্রে ফেরা কেন? পিয়ালির কথায়, ''এটা সত্যি যে আমি নেগেটিভ চরিত্রে কামব্যাক করেছি। তবে আমার কাছে চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটার দিকে ফোকাস ছিলো। তাই আমার কাছে এটা বেটার অপরচুনিটি মনে হয়েছিল। আমি আগে অফার পাইনি এমনটা একেবারেই নয়। তবে এই চরিত্রটা আমার ভালো লেগেছে, তাই এককথায় 'হ্যাঁ' বলেছিলাম।''

কিন্তু ছেলে আর ফ্লোর একসঙ্গে সামলাচ্ছেন কী করে? হাসতে হাসতে পিয়ালি জানালেন, ''আমার মা, শাশুড়ি মা ছাড়া এটা সম্ভব হতো না। ওনারা আছেন বলেই আমি আবার কাজে ফিরতে পেরেছি। তবে শ্যুটিংয়ে আসার সময় আমি আমার ছেলের সঙ্গে দেখা করে আসি না। কারণ, সারাদিন মুড অফ হয়ে যায় যখন ও কান্নাকাটি করে।''

এখানেই শেষ নয়, শুক্রবার পয়লা বৈশাখে পরিকল্পনার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সেদিন শ্যুটিং শেষে বাড়ি ফিরে জমিয়ে খাওয়া-দাওয়া তো হবেই। সেই সঙ্গে একটু ঘুরতে যাওয়ারও পরিকল্পনা আছে। আর সেদিন শাড়ি পরাটা যে মাস্ট সেকথাও জানিয়েছেন পিয়ালি। তাহলে আগামী প্রজেক্ট নিয়ে কী ভাবছেন? একথা জিজ্ঞাসা করতেই পিয়ালি জানালেন, ''কড়া সেডিউল আসতে চলেছে। কারণ, ইতিমধ্যেই একটি মুভি 'রিষ' এবং একটি ওয়েব সিরিজ করেছি। তবে আমি বেশ কিছু ভালো চরিত্রের অফার পেয়েছি। যেগুলো ম্যাচিওরের দিকে রয়েছে। সব ঠিক থাকলে টাইট সেডিউল হবেই। আর এর জন্য আমার আপত্তি নেই। কারণ, আমি কাজ করতে ভীষণ ভালবাসি। তবে আমার ছেলের জন্য মনটা ভীষণ খারাপ হয়ে যায়!'' কথা বলতে বলতে ছেলের কথা যখনই উঠেছে তখনই অন্যমনস্ক হয়েছেন পিয়ালি। এটাই তো স্বাভাবিক। মা-এর মন বলে কথা। ......খবরের কথা শেষ হতেই মোবাইলে ফোনে ছেলের খবর নিতে ব্যস্ত হয়ে উঠলেন 'মা' পিয়ালি মুখোপাধ্যায়।

మరింత సమాచారం తెలుసుకోండి: