অন্যদিকে, করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সকালে তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।' আর মাস্টার ব্লাস্টারের হাসপাতালে ভর্তি হওয়ার এই খবর পাওয়ার পরই উদ্বেগে ভক্তরা। আজকের দিনেই ঠিক ১০ বছর আগে ওয়াংখেড়ের মাঠে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সতীর্থদের কাঁধে চেপে গোটা স্টেডজিয়াম পরিক্রমা করেছিলেন সচিন তেন্ডুলকর। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের।
click and follow Indiaherald WhatsApp channel