বুড়ো আঙুলের চোট সারিয়ে সিএসকে শিবিরে যোগ দিয়েছেন জাডেজা। আর যোগ দিয়ে ধোনির সঙ্গে দেখা হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন রবীন্দ্র জাডেজা। টুইটারে জাডেজা লিখেছেন, “যখনই ওর সঙ্গে আমার দেখা হয় তখনই মনে হয় প্রথম বার দেখছি ওকে। ২০০৯-এ ওর সঙ্গে প্রথম আলাপ হওয়ার পর থেকে একই উত্তেজনা আমার মধ্যে কাজ করে।” জাডেজার এই পোস্ট ব্যাপক জনপ্রিয় হয়েছে সমর্থকদের মধ্যে। মুম্বইয়ে পৌঁছনোর আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। চেন্নাইয়ে বেশ কিছুদিন চলেছিল সিএসকে-র শিবির।

অন্যদিকে, করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সকালে তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি  আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।' আর মাস্টার ব্লাস্টারের হাসপাতালে ভর্তি হওয়ার এই খবর পাওয়ার পরই উদ্বেগে ভক্তরা। আজকের দিনেই ঠিক ১০ বছর আগে ওয়াংখেড়ের মাঠে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সতীর্থদের কাঁধে চেপে গোটা স্টেডজিয়াম পরিক্রমা করেছিলেন সচিন তেন্ডুলকর। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের। আর এমন দিনেই তাঁর হাসপাতালে ভর্তিতে মন খারাপ ভক্তদের।

మరింత సమాచారం తెలుసుకోండి: