‘গোলমাল’-এর নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক রোহিত শেট্টি। যে ছবির প্রতিটি গল্পই দর্শকের বেশ নজর কাড়ে। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে রোহিত বলেছেন, “আবারও আসবে গোলমালের নতুন সিজন। হয়তো তা এক বছর পর। তবে এই ছবি তৈরি করতে তিনি সত্যিই ভালবাসেন। যত দিন তিনি ছবি পরিচালনা করবেন তত দিন তিনি গোলমালের গল্পকে এগিয়ে নিয়ে যাবেন।” এই ধরনের ছবি তৈরি করতে পেরে খুবই খুশি পরিচালক। এত বছরেও তাই ছবি তৈরির প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আনেননি। যদিও ইন্ডাস্ট্রির মধ্যে এসেছে অনেক পরিবর্তন। তবে ‘গোলমাল’ ছবির কাজ তিনি অনেক আগেই শুরু করে দিতে পারতেন। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য কাজ শেষ করতে দেরি হল। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে ‘গোলমাল’-এর।

অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত ব্যবসায়ীকে উদ্ধার করলেন অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চণ্ডীপুর বিধানসভা এলাকার অন্তর্গত হলদিয়া-মেছেদা ৪২ নম্বর জাতীয় সড়কে। জানা যাচ্ছে, ওইদিন সন্ধেয় নিজের বিধানসভা এলাকা থেকে কলকাতায় নিজের বাড়িতে ফিরছিলেন সোহম। সেসময় রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে গাড়িতে তুলে নেন, আহত ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন সোহম চক্রবর্তী। জানা যায়, আহত ওই ব্যক্তির নামে আশিস মাইতি, বয়স ৬০। তাঁর বাড়ি তমলুক থানার নাইকুড়ি এলাকায়। পেশায় তিনি পানের ব্যবসায়ী।

మరింత సమాచారం తెలుసుకోండి: