বর্তমানে বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে আতঙ্কের আরও এক নাম ডেঙ্গু। সীমান্তবর্তী এলাকায় ডেঙ্গু জ্বরে ছেয়েছে। তবে প্রশাসনের শত চেষ্টাও বৃথা। কোনও কাজ হচ্ছে না। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত রোগীদের সংখ্যা।
 আজ বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনা, উদ্বিগ্ন রাজ্যের সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '' রাজ্যের পরিস্থিতি মারাত্মক। সরকারি হাসপাতালে ডেঙ্গিতে মৃত ১৩। বেসরকারি হাসপাতালে মৃত ৪।'' মুখ্যমন্ত্রী আরও জানান, '' ডেঙ্গি ঠেকাতে সরকার সক্রিয় পদক্ষেপ নিয়েছে। মে মাস থেকে কাজ চলছে। এটা নিয়ে রাজনীতি অনুচিত। ডেঙ্গি কারও হাতে নেই। ডেঙ্গি নিয়ে আরও সচেতনতা দরকার।''
তবে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর মত, '' বাংলাদেশ থেকে হাবড়া,বনগাঁয়, বসিরহাট এলাকায় ছেয়েছে ডেঙ্গুতে। তবে রাজ্যের প্রশাসনের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা,চলছে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে সচেতন শিবির। কিন্তু একের পর এক এলাকায় বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। বনগাঁ, হাবড়া, বারাসাত হাসপাতালের অধিকাংশ রোগী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত নিয়ে চিকিৎসা করতে আসছেন। তবে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বক্তব্য ডেঙ্গুতে আক্রান্ত ১০ হাজার কিন্ত, দেখা গিয়েছে আক্রান্তূর সংখ্যা আরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু নিয়ে কোন রাজনীতি টেনে না এনে সকলে মিলে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন,তবে এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি ডেঙ্গু প্রতিরোধে ব্যার্থ হচ্ছেন রাজ্যের সরকার।


Find out more: