নেদারল্যান্ডসে হেলায় হারাল ভারত। জিতল ৫৬ রানে। নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয় ১২৩ রানে ৯ উইকেটে।  

প্রসঙ্গত, ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে দলের রান পৌঁছেছে ১৭৯-তে। কিন্তু ভারতীয় দলের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হচ্ছিল, ব্যাটারদের শট মারতে সমস্যা হচ্ছে। বল উইকেটে পড়ে কিছুটা থামছে। সেই পিচে তিনি কী ভাবে মাত্র ২৫ বলে অর্ধশতরান করলেন, তার রহস্য ফাঁস করলেন সূর্য নিজেই। ইনিংসের বিরতিতে সূর্য বলেন, ‘‘আমি যখন ব্যাট করতে যাই, তখন কোহলি আমাকে বলে নিজের স্বাভাবিক খেলা খেলতে। পিচের কথা না ভাবতে। তাই আমি নিজের স্বাভাবিক খেলা খেলেছি। বল অনুযায়ী শট খেলেছি।’’ অর্ধশতরানের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সূর্য। তাঁর মতে, কোহলি থাকায় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল। সূর্য বলেছেন, ‘‘কোহলি দুর্দান্ত ব্যাট করছিল। ও থাকায় আমার চাপ কমে গিয়েছিল। ঠান্ডা মাথায় নিজের খেলা খেলেছি। কোহলির সঙ্গে খেলতে আমি খুব ভালবাসি। এই ম্যাচেও খুব ভাল জুটি হয়েছে আমাদের। পরিবারের সামনে অর্ধশতরান করতে পেরে আরও ভাল লাগছে।’’

অন্যদিকে, সিডনিতে যখন পুরুষদের বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ভারত-নেদারল্যান্ডস (India vs Netherlands Super 12 match) ম্যাচে সকলের ফোকাস, ঠিক তখনই লাইমলাইট কেড়ে নিল বিসিসিআই (BCCI) সচিব জয় শাহর (Jay Shah) একটি ট্যুইট। নীরবেই ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India) অসাধারণ এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। মহিলা ক্রিকেটে শুভারম্ভ হল নতুন যুগের। বিভেদ এখন অতীত। জয় জানিয়ে দিলেন যে, রোহিত শর্মাদের (Rohit Sharma) সমান অর্থই পাবেন হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)। জয় এদিন ট্যুইটারে লিখলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বৈষম্য নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ নেওয়া হল। পে ইকুইটি পলিসি লাগু করছি আমাদের মহিলা ক্রিকেটারদের জন্য। এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই ম্য়াচ ফি পাবেন। ক্রিকেটে লিঙ্গ সাম্যের এক নতুন যুগে পা রাখছি আমরা।' ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ও মিতালি রাজ (Mithali Raj) জয়ের ট্যুইট শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য়। পাশাপাশি আগামী বছর মহিলাদের আইপিএল চালু করার জন্যও বিসিসিআই-কে ধন্যবাদ দিলেন মিতালি।

మరింత సమాచారం తెలుసుకోండి: