কাশ্মীর ইস্যুতে আবার মধ্যস্থতার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি গতকাল খানিকটা ইঙ্গিতের সুরেই বলেন, ভারত-পাকিস্থানের সর্ম্পক আগের থেকে অনেকটাই ভাল । দুদেশ চাইলে তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে পারেন । মধ্যস্থতা নিয়ে ট্রাম্প চার বার প্রস্তাব দিলেন । মনে রাখতে হবে ভারত বরাবরই বলে আসছে জম্মু-কাশ্মীর হল দ্বিপাক্ষিক বিষয় । এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মানবে না ভারত । এটা ভারতের বিদেশ নীতির গুরুত্বপূর্ণ অংশ । কিন্ত তা সত্ত্বে নরেন্দ্র মোদীর বন্ধু বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্প কেন বার বার মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন তা বোঝা যাচ্ছে না । কারণ ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে পাকিস্থান কোনো দিনই বিরোধিতা করবে না । তারা চায় কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক প্রচারে আসুক ।
অগাস্টের ২৬ তারিখে ফ্রান্সে জি সেভেনের বৈঠকে সাক্ষাৎ হয়েছিল মোদী ও ট্রাম্পের। সেসময়ের পর থেকে এই প্রথমবার ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত রয়েছে। তবে দুসপ্তাহ আগেও যে পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা শান্ত বলে মন্তব্য করেছেন তিনি। ভারত ও পাকিস্তানকে নিয়ে তাঁর মন্তব্য জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, যদি দুদেশই চায়, তাহলে তিনি সাহায্যে প্রস্তুত।
৫ অগাস্ট সংসদে কাশ্মীরের ৩৭০ ধারা রদের পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এই ধারা রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় কাশ্মীর নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার প্রস্তাব দিয়েছিলেন। আমার মোদীর সঙ্গে গতমাসের বৈঠকে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে ভারত ও পাকিস্তানকেই।