পুজো শেষেই টলিউড থেকে বলিউডের অনেক অভিনেতা –অভিনেত্রীই ঘুরতে গিয়েছেন দেশ –বিদেশে। সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষও। সারা বছর ব্যস্ততার পর নিজের জন্। একটু আলাদা সময় বের করার জন্যই অভিনেতা-অভিনেত্রীরা পাড়ি দিয়েছেন তাঁদের পছন্দের গন্তব্যে। মনামী গিয়েছেন ভিয়েতনামে। ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মুহূর্তে ছবি পোস্ট করছেন তিনি। কখনও বিকিনি পরে তো কখনও প্রাকৃতিক দৃশ্যের ছবি।
এবার একেবারে হট অবতারে ধরা দিলেন মনামী। তাঁর সোশ্যাল মিডিয়ায় তিনি যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, বার্বি ডলের মতো ছোট করে চুল কাটা তাঁর। বাথটবে বসে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী। আর এই ছবি পোস্টের পরই তা রীতিমতো ভাইরাল।
click and follow Indiaherald WhatsApp channel