গান আমাদের জীবনে সুখ-দুঃখে অক্সিজেন দেওয়ার মতো, আর যাঁদের গায়িকি আমাদের মনকে ভালো করে দেয় তাঁদের নিয়ে আমরা সারাক্ষণই চর্চায় থাকি। আজ সেরকমই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর একটা গান রেকর্ডিং করার জন্য কত চার্জ করেন সেটা একবার দেখে নেওয়া যাক। তবে এই সমস্ত তথ্য ইন্টারনেট থেকে পাওয়া, এর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হেরাল্ড বাংলা। এবার এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের সুপারহিট গায়ক-গায়িকার রেকর্ডিংয়ের চার্জ -
১) শ্রেয়া ঘোষাল : পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শ্রেয়া ঘোষাল একটি গান রেকডিং করতে ৩০ লক্ষ টাকা চার্জ নেন
৩) মিকা সিং : বলিউডের কিং অফ হিটস মিকা সিং গান পিছু রেকর্ডিংয়ে ২৫ লক্ষ টাকা চার্জ করেন
৫) সোনু নিগম : একটি গান রেকর্ড করতে সোনু নিগম নেন ১৫ লক্ষ টাকা
৬) সুনিধি চৌহান : সুনিধি চৌহানও ১৫ লক্ষ টাকা নেন একটি গান রেকডিং করতে
৭) নেহা কক্কর : সবচেয় বেশি হিটস নাম্বার এখন সম্ভবত তাঁর ঝুলিতেই রয়েছে, আর নেহা গান পিছু রেকডিংয়ে নেন ১০ লক্ষ টাকা
click and follow Indiaherald WhatsApp channel