মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য শিবসেনা –এনসিপি ও কংগ্রেস এক জোট হওয়ার পর সরকার গঠন যখন প্রায়ই নিশ্চিত । ঠিক সেই সময় নির্বাচন পরবর্তী জোটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের আবেদনে বলা হয়েছে, ‘যে তিন দল বিকল্প জোট গঠন করতে চলেছে তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। জনাদেশ না থাকা সত্বেও পরস্পর হাত মেলাচ্ছে তারা। এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত।’
তিন দলের জোটকে ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মহারাষ্ট্রের বিজেপি নেতা নিতিন গড়কড়ি।
‘বিকল্প’ জোট কতদিন স্থায়ী হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সামনেই ঝাড়খণ্ড বিধানসভার ভোট। সেখানেই প্রচারে গিয়ে নিতিন গড়কড়ি বলেন, ‘মহারাষ্ট্রের বিকল্প জোটের ভিত্তি সুবিধেবাদ। কেবলমাত্র বিজেপিকে ক্ষমতাচ্যূত করতেই এই জোট হয়েছে।’ শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোটের সরকার কতদিন স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘সন্দেহ রয়েছে এই জোট সরকার গঠনের পর ছয় মাস টিঁকতে পারবে কিনা।’
এদিকে মহারাষ্ট্রে জোট সরকার গড়ার কাজ শেষ হয়ে গেছে । উদ্ধব ঠাকরেকে ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী করে সরকারের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রাখতে চাইলেন শরদ পাওয়ার । তিনি এবং সোনিয়া গান্ধী কূটকৌশল রাজনীতিতে হেরে গেল বিজেপি । উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে জোট সরকার গড়ার উদ্যোগ মসৃণ হতেই , সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি !

మరింత సమాచారం తెలుసుకోండి: