বর্তমানে রান্নার গ্যাস সত্যিই অপরিহার্য৷ কিন্তু নতুন কানেকশন নিতে গেলে অনেকসময় ডিস্ট্রিবিউটারের অফিসের চক্কর কাটতে কাটতে বিরক্ত হয়ে যেতে হয়৷ এবার সেই সমস্যা থেকে মুক্তি৷ নতুন এলপিজি কানেকশন নিতে চাইলে কেবল একটি নম্বরে কল করলেই হবে, পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার৷  বর্তমানে রান্নার গ্যাস সত্যিই অপরিহার্য৷ কিন্তু নতুন কানেকশন নিতে গেলে অনেকসময় ডিস্ট্রিবিউটারের অফিসের চক্কর কাটতে কাটতে বিরক্ত হয়ে যেতে হয়৷ এবার সেই সমস্যা থেকে মুক্তি৷ নতুন এলপিজি কানেকশন নিতে চাইলে কেবল একটি নম্বরে কল করলেই হবে, পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার৷ তবে এই সুবিধা কেবল ইন্ডিয়া অয়েল কর্পোরেশন (IOC) থেকেই কানেকশন নিলেই পাবেন৷ 

এর পাশাপাশি 8454955555 নম্বরে মিসড কল দিয়ে গ্যাস সিলিন্ডার রিফিলের জন্য বুকিং করতে পারবেন৷ আপনাকে কেবল আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে৷ সোমবার আইওসি-র চেয়ারম্যান মিসড কল দিয়ে সিলিন্ডার রিফিল ও নয়া এলপিজি কানেকশন নেওয়ার সুবিধা শুরু করেছেন৷ গোটা দেশের গ্রাহকরা এই সুবিধা পাবেন৷ এছাড়া একটি সিলিন্ডারের প্ল্যান দুটি সিলিন্ডারের প্ল্যানে বদলানোর সুযোগ শুরু করতে চলেছে৷ পাশাপাশি ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in মাধ্যমে বুকিং করা হতে পারে>> গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন>> এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করে বুকিং করতে পারবেন>> অ্যামাজন ও পেটিএমের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন৷

మరింత సమాచారం తెలుసుకోండి: