২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দৈনিক আক্রান্ত এই প্রথম এতটা কমল। পাশাপাশিই, রাজ্যে সংক্রমণের হারও কমেছে। সোমবার আবার কোভিডে মৃত্যু শূন্য রাজ্যে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১২ জন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১২ জন আক্রান্ত হয়েছে। ১৭ মার্চ ২০২০ রাজ্যে প্রথম কোভিড আক্রান্তের হদিশ পাওয়া যায়। ৫ এপ্রিল ১১ জন সংক্রমিতকে শনাক্ত করা হয়। তার পর থেকে এই প্রথম এত কম সংক্রমিতের হদিশ মিলল।’’ তবে তাঁর বক্তব্য, এত কম আক্রান্ত ধরা পড়ার কারণ কম পরীক্ষাও হতে পারে।

অন্যদিকে, বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা-শাসককে তাঁর নির্দেশ, এই দশজনের যাতে কাজে যোগ দিতে কোনওরকম সমস্যা না হয় তা দেখতে হবে। সোমবার দুপুরে নবান্ন থেকে ভার্চুয়ালি বগটুইয়ে নিহতদের পরিবারের হাতে তুলে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। নিয়োগ পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য, মিহিলাল শেখ, হাসিনারা খাতুন, সাবিনা বিবিরা। এঁদের প্রত্যেকেরই বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। ফলে হারিয়ে গিয়েছে কাগজপত্র। কিন্তু এতে যাতে তাঁদের নিয়োগে কোনও অসুবিধা না হয় সেদিকটা মুখ্যমন্ত্রী প্রশাসনকে নজরে রাখতে বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘চাকরি বা আর্থিক সাহায্যে কখনও মানুষ ফিরে আসে না। কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে প্রত্যেককে এগিয়ে যেতে হয়। যাঁরা রয়েছেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ।’

మరింత సమాచారం తెలుసుకోండి: