ভারতীয় রেল ১৫ আগস্ট, ২০২৩ সালের মধ্যে ৭৫টি উচ্চ-গতির বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। বর্তমানে, মাত্র দুটি বন্দে ভারত ট্রেন নয়াদিল্লি থেকে কাটরা এবং নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলে। গান্ধীনগরে অবস্থিত ভারতের উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটে (EDII) এই বিষয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বন্দে ভারত এক্সপ্রেসের দুটি আপগ্রেড সংস্করণ আসছে। দ্বিতীয় আপগ্রেড সংস্করণটি পরের মাসে অর্থাৎ আগস্ট ২০২২-এর মধ্যে ট্র্যাকে আসবে। এছাড়াও তৃতীয় আপগ্রেড সংস্করণ আসতে আরও একটু বেশি সময় লাগবে। রেলমন্ত্রী বলেন বন্দে ভারত-এর আপগ্রেড সংস্করণটি বর্তমান ট্রেনের তুলনায় উন্নত হবে। বর্তমানে বন্দে ভারত-এর সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর দ্বিতীয় সংস্করণের সর্বোচ্চ গতি হবে ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তৃতীয় সংস্করণটি ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে। এই দুটি ট্রেন যে রুটে চলবে সেখানকার যাত্রা খুব কম সময়েই সম্পূর্ণ করা হবে।

অন্যদিকে, শিবরাত্রির সলতের মতো একটি রাজ্যেই বাম-শাসিত সরকার রয়েছে এখন। সেই সরকারও গত বছর ক্ষমতায় ফিরেছে পাঁচ বছর অন্তর সরকার বদলানোর রেওয়াজ ভেঙে। কিন্তু কেরলে পিনারাই বিজয়নের দ্বিতীয় ইনিংস ক্রমাগতই অস্বস্তিতে ফেলছে সিপিএমকে! যার সর্বশেষ দৃষ্টান্ত হয়েছে বিজয়নের মন্ত্রিসভার সদস্য সাজ়ি চেরিয়ানের ইস্তফা। পরের পর ঘটনায় বিড়ম্বনার মুখোমুখি হওয়ায় কেরল রাজ্য নেতৃত্বের প্রতি দলে ক্ষোভ গোপন করছেন না সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। সংবিধান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জেরে কেরলের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন চেরিয়ান।

మరింత సమాచారం తెలుసుకోండి: