এক একটা সাল যায় আর এক একটা ঘটনা মনে দাগ কেটে যায়। ২০১৯ সাল শেষ হয়ে ২০২০ সালের সূচনা হলো। নতুন বছর মানেই নতুন শুরু। সব খারাপকে দূরে সরিয়ে ভালোর শুরু। আবার নতুন জীবনেরও শুরু। ২০১৯ সালে টলিউডের তারকারা কারা ‘সাত পাকে বাঁধা’ পড়লেন দেখে নেওয়া যাক -
অঙ্কিতা - সৌমিত্র : বছরের শুরুতেই জানুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। পাত্র সৌমিত্র পাল। বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে ছুটি নিলেও এখন পুরোপুরি কাজে মন দিয়েছেন।
নুসরত - নিখিল : সাংসদ এবং অভিনেত্রী। তৃণমূল কংগ্রেস প্রার্থী গয়ে ভোটে দাঁড়িয়ে জয় এবং সংসদে প্রবেশ। তারপরই জুন মাসে তুরস্কে গিয়ে শহরের তরুণ ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নুসরত জাহান। আলিপুরেই নতুন সংসার পেতেছেন নিখিল-নুসরত।
শ্রাবন্তী - রোশন : ছোটবেলার বন্ধু রোশন সিংয়ের সঙ্গে প্রায় একবছর ডেটিং এর পর বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শহরের এক পাঁচতারা হোটেলে এনগেজমেন্টের পর বিয়ে সারেন পঞ্জাবি মতে। রোশনের বাড়ি পঞ্জাবে। সেখানেই বসেছিল বিয়ের আসর।
জুন - সৌরভ : সংসার-অভিনয় সামলে একা হাতে মানুষ করেছেন ছেলে মেয়েকে। শিবাঙ্গিনী আর শিবেন্দ্র এখন নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। অবশেষে নিজের জীবন নিয়ে ভাবলেন জুন মালিয়া। ৩০ নভেম্বর বিয়ে করলেন দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়কে।
সৃজিত - মিথিলা : ডিসেম্বরেই চুপিসারে বিয়ে সারলেন সৃজিত-মিথিলা। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সৃজিতের ফ্ল্যাটেই হল রেজিস্ট্রির অনুষ্ঠান। এরপর যুগলে হনিমুনে যান গ্রিসে।
click and follow Indiaherald WhatsApp channel