আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে হলদিয়ায়। সোমবার সকাল ৮.৩০ মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭৮.২ মিমি। তার পরেই রয়েছে আরেক উপকূলবর্তী শহর ডায়মন্ড হারবার। সেখানে বৃষ্টি হয়েছে ১৫৮.৬ মিমি। ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে ১৪৮.২ মিমি। মেটানো হয়নি বকেয়া DA, দেওয়া যাবে পুজো অনুদান? রায়দান হাই কোর্টের কলকাতা ও লাগোয়া এলাকাতেও নেহাত কম বৃষ্টি হয়নি। বিধাননগরে ৮৭.৮ মিমি, দমদমে ৭৭.৪ মিমি ও আলিপুরে ৭১.৯ মিমি বৃষ্টি হয়েছে। মালদায় ৫৫ মিমি, বালুরঘাটে ৪৬ মিমি বৃষ্টি হয়েছে।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি বর্তমানে উত্তর প্রদেশের ওপরে অবস্থান করছে। কিন্তু সাগর থেকে নিম্নচাপে জলীয় বাস্প পৌঁছচ্ছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। ফলে নিম্নচাপ সরলেও জারি রয়েছে বৃষ্টি। তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। এরই মধ্যে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূল দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে বর্তমান নিম্নচাপের গতিবিধির ওপর।

మరింత సమాచారం తెలుసుకోండి: