অসুস্থ সন্ধ্যা রায় এখন ডাক্তারের তত্বাবধানে রাখা হয়েছে। করা হয়েছে কোভিড টেস্ট। সর্দির কারণে বুকে কফ জমেছে বলে জানা যাচ্ছে। অভিনেত্রীর বয়স ৮০ বছর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ৫০-এর দশকে অভিনয়ের জগতে পা রাখেন সন্ধ্যা রায়। রাজেন তরফদারের ‘অন্তরীক্ষ’ তাঁর প্রথম ছবি। দর্শকদের কাছে তিনি ছিলেন ‘পাশের বাড়ির মেয়ে’। ‘গঙ্গা’, ‘মায়ামৃগ’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘আরোগ্য নিকেতন’, ‘ঠগিনী’-র মতো ছবিতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। ‘বাবা তারকনাথ’ অভিনেত্রীকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল।

সেই জনপ্রিয়তার জোরেই ২০১৪-য় তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মনোনীত হন। বিপুল ভোটে জিতে অভিনেত্রী লোকসভার সাংসদ হন। যদিও শারীরিক অসুস্থতার কারণে চলতি বছরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আর দাঁড়াননি সন্ধ্যা রায়।


অন্যদিকে, প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত পরিচালক জাতীয় পুরস্কার বিজয়ী বনরাজ ভাটিয়া। বয়স হয়েছিল ৯৩ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মন্থন, ভূমিকা, জানে ভি দো ইয়ারো, ৩৬ চৌরঙ্গী লেন, দ্রোহ কাল অর জুনুন সহ একাধিক জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তবে শুধু সিনেমাতেই নয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম প্রথম সারির কম্পোজার বনরাজ ভাটিয়া। টেলিজগতের একাধিক শো যেমন পরিচালক গোবিন্দ নিহালনির তামাস, ভারত এক খোঁজ ইত্যাদিতেও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। তামাসের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বনরাজ। ২০১২ সালে পদ্মশ্রী সম্মানেও তাঁকে ভূষিত করা হয়।


మరింత సమాచారం తెలుసుకోండి: