আগামী রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি থাকতে পারে। আগামী দু’দিন দিনের তাপমাত্রা দু’থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের পাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর,  কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আজ শহরবাসীকে চরম অস্বস্তিতে ভোগাবে আপেক্ষিক আর্দ্রতা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। তিলোত্তমায় গতকাল বৃষ্টি হয়েছে সামান্যই। এদিকে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকে তাপমাত্রা বাড়বে।  রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তিও বাড়বে।

অন্যদিকে, এবার কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড নিউ কলোনি এলাকায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে৷ গোপন সূত্রে সে খবর পেয়ে ওই ব্যক্তির বাড়িতে এবার অভিযান চালালো লালবাজারের গোয়েন্দা শাখার ৫ সদস্যের টিম। যে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি নিউ কলোনি এলাকায়। গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, পানিহাটি নিউ কলোনির বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে টাকা তছরুপ করেছেন। পাশাপাশি দেশের বাইরেও এক সংস্থার সঙ্গে প্রতারণা ও কোটি টাকা তছরুপ করেছেন, এমনই অভিযোগ উঠেছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে। অবশ্য এই কাজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর সঙ্গে থাকা এক শাগরেদ শাকিল নামের এক ব্যাক্তিরও নাম জড়িয়েছিল। প্রাথমিকভাবে তাকে গ্রেফতার করে গোয়েন্দা অফিসারেরা। পরে সেই শাকিলকে নিয়েই পানিহাটি নিউ কলোনির সফটওয়্যার ইঞ্জিন এর বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা অফিসারেরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: