২৯ তারিখের পর চলতি সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনটি কবে হবে? তা নিয়ে জল্পনা ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন অগাস্ট মাসে কোন কোন দিল লকডাউন চলবে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন চলবে। কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে, তার দিন ক্ষণও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জুলাই মাসের শেষ সম্পূর্ণ লকডাউন আগামিকাল বুধবার। তার পর অগস্ট জুড়ে সব মিলিয়ে মোট ৯ দিন সম্পূর্ণ লকডাউন হবে রাজ্যে।

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আগামিকাল বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকছে। শনিবার ইদ, সোমবার রাখি। তাই রবিবার লকডাউন হবে। অগাস্টে ৯ দিন লকডাউন হবে রাজ্যে। এ ছাড়া ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে। এই সময় যে ভাবে নিয়ম মানা হচ্ছিল, তেমনই মানতে হবে।’’ অগস্ট মাসে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই সময়টা অবহেলা করা ঠিক হবে না বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘‘এখানে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ছিল। এ বার আমরা তা বাড়িয়ে ৩১ অগস্ট করে দিচ্ছি। এই সময় কালে যে ভাবে ভোর ৫টা পর্যন্ত নিয়মবিধি মানা হচ্ছিল, তা হবে। আর সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে সম্পূর্ণ লকডাউন করা হবে। ওই দিনগুলোয় ট্রেন এবং প্লেন চলবে না।” 

మరింత సమాచారం తెలుసుకోండి: