স্থানীয়দের কাছে থেকে টাকা তোলার জন্য বানিয়ে ফেলেছেন আস্ত একটা থানা। সেখানে চারজন পুলিশ অফিসারও রয়েছেন। এমন একটা থানা দেখে হতবাক খোদ পুলিশ-ই।
জানা গেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন একটি নকল থানা বানিয়ে স্থানীয়দের কাছে থেকে অর্থ আদায়ের জন্য। গোয়ালিয়রের এএসপি পঙ্কজ পান্ডে জানান "পুলিশ অন্য কোনও কারণে তাদের নিয়োগ দিয়েছে কিনা তা আমরা এখনও খুঁজে পাইনি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে"।
টাকা তোলার জন্য বানিয়ে ফেলেছেন আস্ত পুলিশ স্টেশন,ধৃত ৪ ব্যক্তি! ঘটনায় কোনোক্রমে প্রাণে বাঁচেন বৈশালী দেবী।পরে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ,এই হামলার পিছনে প্রদীপ মন্ডল নামের এক বিজেপি কর্মী ও তার অনুগামীদের হাত রয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
click and follow Indiaherald WhatsApp channel