তথ্য বলছে ৪০টি ম্যাচে রোহিতের নেতৃত্বে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ভারত। হার মাত্র নয় ম্যাচে। জয়ের শতকরা হার ৭৭.৫০। তবে সত্য বলছে অন্য কথা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) পর থেকে এখনও পর্যন্ত রোহিতের ভারতীয় দল ঘরের মাঠে একাধিক ম্যাচ উইনার না থাকা নিউজিল্যান্ড (New Zealand), অপ্রস্তুত শ্রীলঙ্কা (Sri Lanka),ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়েছে। জিম্বাবোয়ে (Zimbabwe) ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও জিতেছিল ভারত। এই দলগুলোর বিরুদ্ধে জেতার পর তারকাখচিত ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে থাকে। কিন্তু এশিয়া কাপে কঠিন বিপক্ষের বিরুদ্ধে পড়তেই 'মেন ইন ব্লু' ব্রিগেডের আসল রূপ সামনে চলে এল।

অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান যে জার্সি পরে খেলছে তাতে নীলের আধিক্য। জার্সির বেশির ভাগ জুড়ে গাড় নীল। মাঝে মাঝে হাল্কা নীলও রয়েছে। কিন্তু এই জার্সি গায়ে একটু অন্য রকম লাগছে বাবরদের। যে দলকে সবুজে দেখতে অভ্যস্ত দর্শকরা তাদের জার্সির রং রাতারাতি বদলে দিল চমক তো লাগবেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের যে নতুন জার্সি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘থান্ডার জার্সি’। তবে এই জার্সি একেবারেই পছন্দ হয়নি পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার। তিনি বলেছেন, “পাকিস্তানের এই জার্সি দেখে কিছু বুঝতে পারছি না। দেখে ঠিক তরমুজের মতো লাগছে। মোবাইলে ‘ফ্রুট নিঞ্জা’ বলে একটা গেম রয়েছে। সেখানে ফল কাটতে হয়। মনে হয় ওরা খরমুজ আর তরমুজ একসঙ্গে মিশিয়ে ফেলে জার্সি তৈরি করেছে। পরিষ্কার সবুজ বা গাঢ় সবুজ হওয়ার দরকার ছিল। জার্সি দেখে মনে হচ্ছে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ভারতের জার্সিটাও পছন্দ হয়নি। বড্ড হালকা রং রয়েছে। আর একটু গাঢ় হতে পারত। জার্সির রং অনুজ্জ্বল হলে দলটাকেও অনুজ্জ্বল লাগে। ভারতের বোলিং দেখলেই সেটা বুঝতে পারবেন।”

మరింత సమాచారం తెలుసుకోండి: