মহিলা ফুটবলারদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো জানান, যে সব ক্লাবকে মহিলা ফুটবলারদের সব মিলিয়ে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সন্তান জন্মের পর অন্তত ৮ সপ্তাহ ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি শেষ হলে সেই মহিলা ফুটবলারকে ফের ক্লাবে বহাল করতে হবে। সেই সঙ্গে তাঁদের চিকিৎসার বন্দোবস্ত যাতে ক্লাবে থাকে, সে দিকেও নজর দিতে হবে।   

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, “ফুটবলাররাই আসল। তারা যাতে উন্নতি করতে পারে, সে দিকে নজর দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। মহিলা ফুটবলারদের কেরিয়ার আরও স্থিতিশীল করার জন্য আমাদেরই উদ্যোগী হতে হবে। ওদের মাতৃত্বকালীন ছুটির দরকার হলে চিন্তার কোনও ব্যাপারই নেই। ওরা ছুটি নিতেই পারবে। মহিলাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে এ সব দিকে আমাদের নজর দিতেই হবে।” 

మరింత సమాచారం తెలుసుకోండి: