আসতে চলেছে সলমনের পরবর্তী ছবি দাবাং ৩। দাবাং৩-র হাত ধরে সলমনের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করছেন পরিচালক, অভিনেতা মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামী।কিন্তু এখন শোনা যাচ্ছে ব়ড় নয়, মহেশ মঞ্জরেকরের ছোট মেয়ে সাই দবং ৩ দিয়ে পা রাখতে চলেছেন বলিউডে। সলমন তাঁর বন্ধু মহেশ মঞ্জরেকরের ছোট মেয়েকে অভিনয়ে আনছেন।
আপাততভাবে মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামীর অভিনয় জগতে পা রাখার ইচ্ছা নেই। কিন্তু তাঁর ছোট বোন অভিনয় জগতে প্রবেশে ইচ্ছুক।ইতিমধ্যেই দাবাং ৩ এর কিছু দৃশ্য ও একটি গানের শুটও হয়ে গিয়েছে।পরিচালনা করছেন প্রভু দেবা।
খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী স্টার সুদীপকে। তবে প্রথাগত খলনায়কের মতো নয়, এখানে সুদীপের চরিত্রটি সমলনের সঙ্গে সমান্তরাল ভাবেই আঁকা হয়েছে। তাকে প্রথমে ভাল মানুষ হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু পরিস্থিতির ফেরে তার ভূমিকা খলনায়কে পরিণত হয়।দাবাং ১ ও দাবাং ২ দুটো ছবিই হিট হয়েছিল বক্স অফিসে।এবার দাবাং ৩ কি প্রভাব ফেলে তা দেখার অপেক্ষায় সবাই।
click and follow Indiaherald WhatsApp channel