করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। কেরলে আটকে পড়া ওড়িশার ১৭০ জন তরুণীকে রাজ্যে ফিরিয়ে দিয়েছেন সোনু সুদ। কেরল থেকে বিমানে করে ওই ১৭০ জন তরুণীকে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সোনু। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর পর রাজ্যের তরফে পরিবহনের ব্যবস্থা করে ওই ১৭০ জনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সোনু সুদ এভাবেই ওড়িশা মেয়েদের সে রাজ্যে ফিরিয়ে দিয়েছেন লকডাউনের জন্য। এবার সোনুর উপর ভালবাসা প্রকাশ করল ওড়িশা।
click and follow Indiaherald WhatsApp channel