প্রথম ম্যাচে রোহিত-রোশনাইয়ে ম্যাচ হারতে হয় দীনেশ কার্তিকের দলকে। দল হিসেবে নিজেদের তুলে ধরতে ব্যর্থ হয় কলকাতা। নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল কলকাতা। শনিবার ১২ বল বাকি থাকতে সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারাল শাহরুখ খানের দল। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে ১৩ তম আইপিএলে প্রথম জয় পেল কেকেআর। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদকে মাত্র ১৪২ রানে বেঁধে রাখার কাজটা করেন প্যাট কামিন্স,বরুন চক্রবর্তীরা। আর ব্যাট হাতে শুভমান গিল, ইয়ন মরগ্যানরা বাকি কাজটা করলেন। ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিং খানের দল।    

১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি কেকেআরের। ০ রানে সাজঘরে ফেরেন নারিন। ১৩ বলে ২৬ রান করে ফিরে যান নীতিশ রানাও। অধিনায়ক দীনেশ কার্তিক রানের খাতা খুলতে পারেননি। ওপেনার শুভমান গিল আর ইয়ন মরগ্যান জুটি কেকেআর-কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শুভমান ৭০  রানে অপরাজিত থাকেন। ৫ টা চার আর ২টো ছক্কায় সাজানো শুভমানের সত্তর রানের ইনিংস। মরগ্যান ৪২ রানে নট আউট থেকে যান। 

మరింత సమాచారం తెలుసుకోండి: