টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় ভারতের বিরাট কোহলী এবং কেএল রাহুল রয়েছেন যথাক্রমে পাঁচ এবং আটে। তাঁদের কোনও উত্থান বা পতন হয়নি। তবে তিন ধাপ উঠে তৃতীয় স্থানে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ ছাড়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানের কারণে প্রথম দশে ঢুকেছেন ইংল্যান্ডের জস বাটলার।
অন্যদিকে, দুরন্ত নজির গড়লেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের মাইলস্টোন টপকে গেলেন কিউয়ি ওপেনার। দরকার ছিল মাত্র ২৪ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে ইভান্সকে ছক্কা হাঁকিয়ে লক্ষ্যে পৌঁছে যান গাপ্তিল। কিউয়ি তারকার আগে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক টপকেছেন বিরাট কোহলি।
আবার টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয় রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে আজ ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে।
click and follow Indiaherald WhatsApp channel