আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, সুনীল গাওস্কর, মাইকেল ভন থেকে শুরু করে শেন ওয়ার্ন— সবার মুখে তখন একটাই প্রশ্ন। কেন ইংল্যান্ড তখনও ইনিংস ডিক্লেয়ার করেনি? কেন কোনও রকম ঝুঁকি না নিয়ে মন্থর গতিতে ব্যাট করে চলেছে জো রুটের দল? বিশেষ করে চতুর্থ দিন চা বিরতির পরেও? এই প্রশ্নের একটা খুব সহজ জবাব আছে। ভারতীয় ব্যাটিংকে এতটাই সমীহ করছে ইংল্যান্ড, যে তারা কোনও ঝুঁকি নিতে রাজি নয়। যে কারণে এমন একটা রান স্কোরবোর্ডে তোলার দিকে নজর দিয়েছিল তারা, যে রান ভারতের পক্ষে শেষ দিনে তাড়া করা কঠিন হবে। এমনটাই জানিয়ে গেলেন রুটদের দলের বোলিং কোচ জন লুইস।

ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্কর থেকে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মার্ক বুচার, সবাই রুটদের কৌশল নিয়ে মাথা চুলকোতে শুরু করেছিলেন। গাওস্কর তো মজা করে বলেই ফেলেন, ‘‘নিশ্চয়ই চুক্তিতে আছে, ইংল্যান্ডকে পুরো দুটো ইনিংস ব্যাট করতে হবে!’’ ওয়ার্ন টুইট করেন, ‘‘ইংল্যান্ডের মানসিকতা হল, এই টেস্টে হারা চলবে না। কী ভাবে টেস্টটা জেতা যায়, কত বেশি ওভার বল করা যায়, এই সব ওরা ভাবছেই না। এই ভাবে ব্যাট করে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু ইংল্যান্ড বোলারদের চাপে ফেলে দেবে। বিশেষ করে স্পিনারদের।’’ রুটদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার বিষাণ সিংহ বেদীর টুইট, ‘‘ইংল্যান্ড মনে হচ্ছে জেতার চেষ্টা করতে ভয় পাচ্ছে। এটা একেবারে সেই ইংল্যান্ডের ‘আগে নিজে বাঁচো’ নীতির আদর্শ উদাহরণ।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: