বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই হাওড়া ও শিয়ালদহ ডিভাশনে লোকাল ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করল রেল প্রাথমিকভাবে ঠিক হয়েছে শিয়ালদহ সেকশনে আপাতত চালানো হবে ৪১৩ ট্রেন। পাশাপাশি হাওড়া ডিভিশনে চলবে ২০২ ট্রেন। শিয়ালদহ উত্তর শাখায় চলবে ২৭০টি ট্রেন ও দক্ষিণ শাখায় চলবে ১৪৩টি ট্রেন। ট্রেন চলবে পুরনো সময়সূচি মেনেই।

শিয়ালদহ ডিভিশনের ৪১৩টি ট্রেনের মধ্যে ২৭০টি চলবে শিয়ালদহ মেন বা উত্তর শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাকি ১৪৩টি ট্রেন। তার মধ্যে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে ২২টি ট্রেন চলবে। নৈহাটি শাখায় চলবে ২৪টি ট্রেন, শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় ১০টি। হাসনাবাদ শাখায় চলবে ২৬টি ট্রেন। শিয়ালদহ থেকে বারাসত-দত্তপুকুর শাখায় আটটি ট্রেন থাকছে। শিয়ালদহ ও শান্তিপুরের মধ্যে চলবে ১৪টি ট্রেন। কল্যাণী সীমান্ত শাখায় ১৪টি, ব্যারাকপুর শাখায় ১৮টি, শিয়ালদহ-ডানকুনি-বারুইপাড়া রুটে ৩২টি, শিয়ালদহ-রানাঘাট-গেদে রুটে ২৪টি, শিয়ালদহ-রানাঘাট শাখায় ১৩টি, রানাঘাট-বনগাঁ শাখায় ১৭টি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৯টি, বনগাঁ-নৈহাটি-দমদম জংশন সাতটি এবং মাঝেরহাট-শিয়ালদহ-বি-বা-দী বাগ শাখায় দু’টি ট্রেন চলবে। 

మరింత సమాచారం తెలుసుకోండి: