শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলেন হরমনপ্রীত কৌররা। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে। শনিবার ভারত জিতল পাঁচ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে শুরু করেন। বিশ্বী গুণারত্নে এবং চামারি আতাপাত্তু জুটিতে ৮৭ রান তোলেন। গুণারত্নে করেন ৪৫ রান এবং আতাপাত্তু করেন ৪৩ রান। কিন্তু তাঁদের ফিরিয়ে দিতেই ভারতীয় বোলাররা ম্যাচে ফিরে আসেন। একের পর এক উইকেট পড়তে থাকে। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। দু’টি উইকেট নেন দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন রেণুকা সিংহ, রাধা যাদব, পূজা বস্ত্রকার এবং হরমনপ্রীত কৌর। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে যায় ১২৫ রানে। ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে শুরু করে ভারত। ১০ বলে ১৭ রান করে ফেরেন শেফালি বর্মা। তিন নম্বরে নেমে সাভিনেনি মেঘনাও ১৭ রান করেন। ৪৮ রানের মধ্যে দুই উইকেট পড়তেই সাবধানী হয়ে যান স্মৃতি মন্ধানারা। তিনি এবং হরমনপ্রীত ৩৮ রানের জুটি গড়েন। মন্ধানা করেন ৩৯ রান। শনিবারের ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে দু’হাজার রান পূরণ করলেন মন্ধানা। হরমনপ্রীত অপরাজিত ৩১ রানে।

অন্যদিকে, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলছে রঞ্জি ফাইনাল (Ranji Trophy Final)। মুখোমুখি ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বই ও মধ্যপ্রদেশ। মুম্বই প্রথম ইনিংসে ৩৭৪ রান করে জবাবে মধ্যপ্রদেশ ৫৩৬ রান করে। দ্বিতীয় ইনিংসে মুম্বই ব্যাটিং শুরু করেছে। শনিবার চতুর্থ দিনের শেষে মুম্বই ২ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে। ক্রিজে রয়েছেন-আরমান জাফর (৩০) ও সুভেদ পারকর (৯)। আগামিকাল অর্থাৎ রবিবার রঞ্জি ফাইনালের শেষ দিন। এখন যা পরিস্থিতি তাতে বলাই যায় যে শিরোপা জয়ের গন্ধ পাচ্ছে মধ্যপ্রদেশ। ১৬২ রানে এগিয়ে মধ্যপ্রদেশ। ম্যাচে চালকের আসনে আদিত্য শ্রীবাস্তবার দল চালকের আসনে। অপ্রত্যাশিত কিছু ঘটে না গেলে চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা যে রঞ্জি জিততে চলেছে, তা বলাই যায়।

మరింత సమాచారం తెలుసుకోండి: