বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে একেবারেই চাপে নেই দল। অধিনায়ক শাকিব আল হাসানের কথাতেই সেটা স্পষ্ট। তিনি সাফ বলে দিয়েছেন, বাংলাদেশের কোনও চাপে নেই। উল্টে চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে যাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বুধবার শাকিব বলেছেন, “দুটো দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু দক্ষিণ আফ্রিকা বেশি চাপে থাকবে। প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে ওরা। এটা ওদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। আমাদের একটা জয় রয়েছে। তার উপর এমন মাঠে বৃহস্পতিবার খেলতে নামব যেখানে স্পিনাররা সাহায্য পায়। ওদের দলে বিশ্বমানের ক্রিকেটার রয়েছে মানছি। কিন্তু আমরাও নিজেদের দক্ষতার সেরাটা কাজে লাগাব।”

অন্যদিকে, পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ( IND vs PAK, ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামিকাল সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত (IND vs NED)। মেলবোর্ন থেকে সিডনিতে চলে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma)। ভারতীয় দল ভালো খেললেও টিম ম্যানেজমেন্টকে ভাবাছে দলের দুই ওপেনার রোহিত ও কেএল রাহুলের ফর্ম (KL Rahul)। রোহিতের ফর্মই বিশ্বকাপে ভারতের একমাত্র চিন্তার কারণ। এমনটা বলেছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও (Sunil Gavaskar)। অন্যদিকে রোহিতের শৈশবের কোচ দীনেশ লাদও (Dinesh Lad) জানিয়েছেন যে, তিনি বুঝতেই পারছেন না যে, রোহিত ঠিক কী করতে চাইছেন! কেনই বা রোহিত অতিরিক্ত আগ্রাসী হয়ে উইকেট দিয়ে আসছেন! এবার রোহিত-রাহুলকে তোপ দাগলেন পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar)।

మరింత సమాచారం తెలుసుకోండి: