নিজের মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। এমনই এক রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিয়েছে ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন (UDISE)। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়ারা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হন। অন্যদিকে, ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া। এমনকী ওই রিপোর্টে উল্লেখ, প্রতিবেশী রাজ্য ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী মানুষ রয়েছেন। কিন্তু সেখানেও পড়ুয়াদের ৮০ শতাংশই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দ্বারা দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে ক্লাস ১২ পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অননুমোদিত বিদ্যালয়গুলির উপর UDISE সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষায় পঠনপাঠন বেছে নিয়েছেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। যদিও দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে পিছিয়ে পড়েছে তামিলনাড়ু ও কেরল। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষায় পঠনপাঠন বেছে নিয়েছেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। যদিও দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। মাতৃভাষায় শিক্ষাদানে দেশের মধ্যে পিছিয়ে পড়েছে তামিলনাড়ু ও কেরল।  তামিল ভাষায় পঠনপাঠনে পড়ুয়ার সংখ্যা নেমে এসেছে ৪২.৬ শতাংশে। কেরলে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া মালয়ালমে পড়াশোনা করে।

మరింత సమాచారం తెలుసుకోండి: