দেশের জার্সিতে ১২০টি গোল করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। এই তালিকায় তিনিই শীর্ষে। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martinez) রোনাল্ডোকে এদিন প্রথম থেকে খেলালেন। বিশ্বকাপের নক আউট পর্বে তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। তা নিয়ে সে সময় তুমুল বিতর্ক হয়। যাই হোক, মার্তিনেজ যুগের শুরুটা ভালোই হল। লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারাল পর্তুগাল। রোনাল্ডোর জোড়া গোল ছাড়াও গোল পেলেন জোয়াও ক্যানসেলো (Joao Cancelo) এবং বার্নার্দো সিলভা (Bernardo Silva)। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ৮৩ শতাংশ বলের দখল নিয়ে খেলল পর্তুগিজরা।
রোনাল্ডোর প্রথম গোল পেনাল্টি থেকে। পরের গোল ফ্রিকিকে। বক্সের ঠিক মুখ থেকে গোলার মতো শট চালান পাঁচবারের ব্যালন ডোর জয়ী। গোলকিপারের ঠিক মাথার উপর দিয়েই বল জালে আছড়ে পড়ে। হাত লাগানোর সময় পর্যন্ত পাননি তিনি। ভালো গোলকিপার হলে বলে হাত লাগাতে পারত।
click and follow Indiaherald WhatsApp channel