বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। এরই মধ্যে ভাইরাল হল সুশান্ত সিং রাজপুতের একটি পুরনো ভিডিয়ো। যেখানে একটি বৃদ্ধাশ্রমে হাজির হতে দেখা যায় সুশান্তকে। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রমে হাজির হয়ে এক বৃদ্ধের আর্শিবাদ নিতেও দেখা যায় সুশান্তকে। প্রয়াত অভিনেতার ওই ভিডিয়ো প্রকাশ্য আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel