সিবিআই তদন্ত চলছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।   

অন্যদিকে, মাদক মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ। ৭ নভেম্বর করিশ্মার অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না। NDPS আদালতকে এমনটাই জানাল NCB। যদিও বুধবার NCB- তরফে করিশ্মার অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করা হয়। এদিকে এদিনই করিশ্মা প্রকাশকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরোর আধিকারিকরা। এর আগে করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার সমন পাঠায় NCB। তবে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর বুধবার অবশেষে দেখা যায় দীপিকা পাড়ুকোনের ম্যানেজারকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: