বর্তমানে বলিউডে হিরোদের সাথে পাল্লা দিয়ে নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্টরা।এর সাথে সমান্তরালভাবে ওয়েব দুনিয়া কাঁপাচ্ছেন মেয়েরাই।গায়তোন্ডে হিসেবে নওয়াজ়উদ্দিন সিদ্দিকি (সেক্রেড গেমস) বা ড্যানি ম্যাসকারেনা হিসেবে আর মাধবন (ব্রিদ) যতটা জনপ্রিয়তা পেয়েছেন, ‘দিল্লি ক্রাইমস’-এর শেফালি শাহ কিংবা ‘লেইলা’র হুমা কুরেশি তার চেয়ে বিন্দুমাত্র পিছিয়ে নেই।
ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে রাধিকা আপ্তে আজ একটি অতি জনপ্রিয় নাম। ‘লাস্ট স্টোরিজ়’, ‘সেক্রেড গেমস’, ‘ঘুল’-এর সব ক’টিই বেশ জনপ্রিয়। রাধিকা এই প্রসঙ্গে বলেছিলেন, ‘‘নেটফ্লিক্সের সুবিধে হল, প্রাসঙ্গিক বিষয় নির্বাচনে বাধা নেই। সাহসী কনটেন্ট বেছে নেওয়া যায়। গুণগত মানের ক্ষেত্রে নেটফ্লিক্স কোনও আপস করে না।’’
ওয়েব সিরিজ এখন নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।তাঁরা কিন্তু নিজেদের মতো কনটেন্ট খোঁজেন। হুমাও বলেছেন, ‘‘অভিনেতারা যখন সেন্সরের বিধিনিষেধ নিয়ে মাথা ঘামান না, তখন স্বাভাবিক ভাবেই তাঁদের কাজ অন্য মাত্রায় পৌঁছে যায়।’’
কল্কি কেকলাঁ, সায়নী গুপ্ত, রসিকা দুগ্গল ওয়েব সিরিজে অন্যতম নাম । কল্কিকে সামনেই দেখা যাবে ‘সেক্রেড গেমস টু’তে। এর আগে ‘মেড ইন হেভেন’-এও তাঁর চরিত্রটি বেশ বহুস্তরীয় ছিল। সায়নী ‘ইনসাইড এজ’ বা ‘ফোর মোর শটস প্লিজ়’-এর মতো শোয়ে কাজ করেছেন।
click and follow Indiaherald WhatsApp channel