বরুণ ধাওয়ানের
পর শ্রদ্ধা কাপুর। আবারও ডান্সের অনুশীলন করতে পায়ে চোট। মুম্বইতেই ছবির শ্যুটিংয়ে
ডান্সের অনুশীলন করতে গিয়ে চোট পেলেন শ্রদ্ধা কাপুর। এর আগে ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। এই মুহূর্তে 'স্ট্রিট ডান্সার 3D'র প্রস্তুতিতে ব্যস্ত শ্রদ্ধা। মুম্বইতে চলছে ছবির শেষ অংশের
রিহার্সাল। তবে এখবর নিজেই ট্যুইট করে জানান শ্রদ্ধা। লেখেন, "পায়ের চোট সারাচ্ছেন সেটের
ফিজিওথেরাপিস্ট.. প্রথমে ঘাড় ও কাঁধ, আর এবার পা। সাহায্যের জন্য তুমিই আছো। ধন্যবাদ।" প্রসঙ্গত,
স্ট্রিট ডান্সার 3D ছবির
পরিচালনা করছেন রেমো ডি'সুজা। পাঞ্জাবে শুরু হয়েছিল
ছবির শ্যুটিং। তারপর লন্ডন ও দুবাইতেও শ্যুট হয় ছবির কিছু অংশের। ছবিতে
শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
উল্লেখ্য, আগে বরুণ ধাওয়ানও চোট পেয়েছিলেন হাঁটুতে। তবুও বিশ্রাম না নিয়ে নাচের অনুশীলন চালিয়ে যান বরুণ।
click and follow Indiaherald WhatsApp channel