অভিনেত্রীদের ওজন কমানোর কথা সবাই শুনে থাকবেন। কিন্তু ওজন বাড়ানোর কথা সাধারণত শোনাই যায় না। এবার সে পথেই হাঁটলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী কৃতী শ্যানন। আসলে পরিচালক লক্ষণ উতেকর-এর ছবি 'মিমি'তে নিজের চরিত্রের প্রয়োজনেই এখন ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃতি। ছবিটি ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি 'মালা আয় ভয়চয়'-ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিটি ২০১১ সালে সেরা মারাঠি ছবি হিসাবে পুরস্কারও জিতে নেয়। কৃতির কথায়, এই ছবিটি তাঁর ভীষণই পছন্দের। ছবিটির জন্য তিনি তাঁর সেরাটা দিতে চান।
click and follow Indiaherald WhatsApp channel