রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল এবং ওডিশা এফসি। ওড়িশা ম্যাচের আগে অবধি জয় পায়নি লাল-হলুদ। রক্ষণ শক্তিশালী করতে প্রথম একাদশে আনা হয় রাজু গায়কোয়ারকে। আর নতুন বছরের শুরুতেই জয়। সেই সঙ্গে আইএসএলেও প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। সুপার সানডেতে তিলক ময়দানে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল লাল-হলুদ ব্রিগেড।

১২ মিনিটেই অ্যান্থনি পিলকিংটনের (Anthony Pilkington) গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালায় ওড়িশা এফসি। কিন্তু ৩৯ মিনিটে জ্যাক মাগোমার (Jacques Maghoma) গোলে ব্যবধান বাড়ায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। লাল-হলুদ গোলের নিচে এদিন বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন দেবজিত্ মজুমদার। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ওড়িশা। কিন্তু পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করলেন ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। ৮৮ মিনিটে গোলে করেন তিনি। এরপর ম্যাচের ইনজুরি টাইমে ফক্সের আত্মঘাতী গোলে ওড়িশা ব্যবধান কমায়। তাতে অবশ্য লাভের কিছু হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।   

మరింత సమాచారం తెలుసుకోండి: