জিৎ মানেই গ্ল্যামার, জিৎ মানেই সুপার হিট মুভি। আর জিৎ মানেই অ্যাকশন। সঙ্গে কমেডি। সিরিয়াস চরিত্রেও অভিনয় করেছেন এই টলিউড স্টার। তবে এবছর ইদে ফের অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে এই টলিউড অভিনেতাকে। পরিচালক অংশুমান প্রত্যূষ পরিচালিত ‘বাজি’তে জিতকে দেখা যাবে পুরোদস্তুর অ্যাকশন অবতারে। বদলা নেওয়ার গল্পে বুদ্ধির লড়াই, আবেগ, কমেডি সবই থাকবে এই অ্যাকশন ড্রামায়। জিৎ এখানে আদিত্য, স্মার্ট এবং ইন্টেলিজেন্ট এক চরিত্র। পরিচালকের দাবি, গত দু’-তিন বছরে অভিনেতাকে এই রূপে দেখেননি তাঁর ভক্তরা।
click and follow Indiaherald WhatsApp channel