যদিও বেশ কিছুদিন হল শাহরুখ খানের কোন হিট মুভি বাজারে আসেনি, তবুও শত হলেও তিনি হলেন বলিউডের বাদশা। লাইম লাইট তাঁর থেকে দুরে যায়নি সরে। ‘জিরো’ ব্যর্থ হলেও তিনি হলেন বলিউডের অন্যতম সফল অভিনেতা। তাঁর প্রযোজিত ছবি ‘কামিয়াব’ মুক্তি পেয়েছে শুক্রবার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে হার্দিক মেহতা। শাহরুখ ছাড়াও এদিনের স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অর্জুন কাপুর, রাজ কুমার রাও, চিত্রাঙ্গদা সিং, এলি আব্রাহামরা।আসুন দেখে নিই রিভিও কি বলছে।

 

এখন তিনি টেলি সিরিয়াল থেকে অভিনেতা থেকে প্রযোজক। শাহরুখের প্রথম টেলি-সিরিয়াল শুরু হয় ১৯৮৯ সালে। কর্নেল কাপুরের পরিচালনায় 'ফৌজি' নামের সেই ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। সেখানেই প্রথমবার ভারতের দর্শক দেখলেন পরের কয়েক বছরে স্টার থেকে সুপার স্টার হয়ে ওঠা শাহরুখ খানকে।

 

শাহরুখ খানের প্রথম রোজগার ছিল ৫০ টাকা। গায়ক পঙ্কজ উদাসের একটা কন্সার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন। প্রথম রোজগারের টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে শাহরুখ আগ্রা গিয়েছিলেন ।

 

మరింత సమాచారం తెలుసుకోండి: