স্বপ্নভঙ্গ। ২০০৩ সালের পর ২০২০। ১৭ বছর পর যেন একই ছবি ভারতীয় ক্রিকেটে। সেই অস্ট্রেলিয়া, সেই প্রথম ওভারে ধাক্কা। ১৪ রান আসে শেফালি বর্মার বেলিং। যেন ২০০৩ সালে জাহির খানের প্রথম ওভারের স্মৃতি। ভারত বড্ড বেশি নির্ভর করেছিল শেফালি ভার্মার ব্যাটের উপরে। শুরুতে তিনি ফিরে যাওয়ায় ছন্দ হারিয়ে যায় গোটা দলের। বাকিরা এলেন আর গেলেন। ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৯ রানে। ম্যাচের শেষে হতাশ মুখে হরমনপ্রীত সান্ত্বনা দিচ্ছিলেন শেফালিকে।
click and follow Indiaherald WhatsApp channel