এখনও পর্যন্ত কোনও ভারত অধিনায়কের এই কৃতিত্ব নেই। একমাত্র রোহিত শর্মা সামনে আজ সেই ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। ভাবছেন কি সেই কৃতিত্ব? আসলে এখনও কোনও ভারত অধিনায়ক ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। তাই আজ অর্থাৎ শুক্রবার রোহিত শর্মার নেতৃত্বে ভারত যদি ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে হিটম্যাটই হবেন ভারতের প্রথম অধিনায়ক।

এখন পর্যন্ত ১১ বার টিম ইন্ডিয়া অন্তত তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে সামনের দলকে হোয়াইটওয়াশ করেছে। ভারতীয় দল যদি তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে জিততে পারে, তবে এটি হবে ১২তম বার যে টিম ইন্ডিয়া তার প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করেছে। এমএস ধোনি এবং বিরাট কোহলি ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসাবে ৩ বার বিপক্ষ দলকে হোয়াইওয়াশ করেছেন। এছাড়াও, একবার কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর এবং অজিঙ্কা রাহানেও ওয়ানডে সিরিজে তাদের সামনের দলকে হোয়াইটওয়াশ করেছেন।

অন্যদিকে, যেহেতু ভারত সিরিজ জিতেছে, তাই শেষ ওয়ানডেতে প্লেয়িং এলেভেনে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। তাহলে দেখা যাক ভারতের প্রথম একাদশে কোন কোন খেলোয়াড় সুযোগ পেতে পারেন। তৃতীয় ওয়ানডেতে শিখর ধাওয়ান খেলবেন বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের অন্যতম সফল ওপেনিং জুটি রোহিত-শিখরের উপস্থিতি অবশ্যই ক্যারিবিয়ান বোলারদের ভয়ে ধরাবে। রোহিত শর্মা প্রথম ওয়ানডেতে ভালো খেলেছিলেন এবং এখন শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করতে চান। অন্যদিকে, ধাওয়ান সফল ভাবে প্রত্যাবর্তন  করতে চেষ্টা করবেন। ধাওয়ান শ্রীলঙ্কা সফরে ভালো করেছিলেন এবং এখন বড় ইনিংস খেলার অভিপ্রায় নিয়ে মাঠে নামবেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: