আজ ২৫ শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির মনন ও জীবনজুড়ে আছে যাঁর অপার সৃষ্টি সম্ভার, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখনীতে বাংলা সাহিত্যের সব কটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। বিশ্বভারতী তাঁর বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। আর রবি ঠাকুরের জন্মদিনে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন অভিনেত্রী জয়া এহাসান। ফেসবুকে কবিগুরুর গানের মধ্য দিয়েই স্মরণ করে নিলেন তাঁকে। তাঁর ছবি ‘ডুবসাঁতার’ থেকে নিজ কণ্ঠে গাওয়া ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।
click and follow Indiaherald WhatsApp channel