আমফান পরবর্তী পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। মন্ত্রিসভার সচিব রাজীব গৌবার নেতৃত্বে বৈঠকে ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র, বিদ্যুৎ, টেলি-যোগাযোগ, খাদ্য, জল-সহ একাধিক মন্ত্রকের আধিকারিকরা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকর্তা। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও। তাঁকে আশ্বস্ত করা হয়েছে, দরকারে আরও সহযোগিতা করা হবে। শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পাঠানো হবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। অন্যদিকে, মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব কম করেও সারা শহরজুড়ে প্রায় সাড়ে ৫ হাজার গাছ উপড়ে গিয়েছে ঝড়ের দাপটে। এই পরিস্থিতিতে উম্পুন-বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ তাঁর ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের তরফে ফের কলকাতায় সবুজ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel