বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, সঠিক পথে এগোচ্ছে না সুশান্ত মৃত্যু তদন্ত। ঘুরে যাচ্ছে তদন্তের অভিমুখ। নাম করা বলিস্টারদের টেনে এনে মিডিয়ার তথা গোটা দেশের নজর ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই দিকেই। আর সুশান্ত? তাঁর মৃত্যু রহস্যের উদ্ঘাটন কবে হবে? প্রশ্ন সুশান্তের পরিবারের।  শনিবার এক সাংবাদিক সম্মেলনে অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিংহ এই প্রশ্ন রেখেছেন। তাঁর কথায়, “যে ভাবে তদন্ত হচ্ছে তাতে খুশি নয় সুশান্তের পরিবার। মাদক কাণ্ডে যে সমস্ত স্টারদের ডাকা হচ্ছে তাঁদের কেউই মাদক সহ ধরা পড়েননি।  মাদক মামলা তখনই হয় যদি কোনও ব্যক্তি মাদক সহ ধরা পড়েন অথবা মাদক সেবন করে থাকেন।“ পাশপাশি তিনি যোগ করেন, “রিয়া যদি মাদকচক্রের সঙ্গে জড়িত থাকেন তবে তা অবশ্যই অপরাধ। সে ক্ষেত্রে তাঁর দশ বছরের জেল হওয়ার কথা। কিন্তু পরিবারের প্রশ্ন, এ ভাবে সুশান্তের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটিত হবে তো?” 

మరింత సమాచారం తెలుసుకోండి: