করোনার (Corona) দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে দেশজুড়ে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১ মে থেকে ১৮ বছরের বেশিদের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউয়ের কবলে এই মুহূর্তে দেশের ৪টি গুরুত্বপূর্ণ রাজ্য। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। দেশের অর্থনৈতিক এবং বিনোদনের রাজধানী মহারাষ্ট্রের মুম্বই। রাজনৈতিক রাজধানী দিল্লি। গোটা দেশের আলোচনার কেন্দ্রে যে বিধানসভা ভোট, তা চলছে পশ্চিমবঙ্গে। আর আয়তনে এবং অবস্থানে উত্তরপ্রদেশ বরাবরই আলোচনার কেন্দ্রে। উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিল্লিতে করোনা আক্রান্ত রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ একাধিক জনপ্রতিনিধি। বয়সের কারণে মনমোহনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে রাজনৈতি মহলে। বলিউডেও আক্রান্ত হয়েছেন বিনোদন জগতের প্রায় হাফডজন খ্যাতনামী। ভোট পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও বিনোদন এবং রাজনৈতিক জগতে পড়েছে করোনার ছায়া। বলিউডেও আক্রান্ত হয়েছেন বিনোদন জগতের প্রায় হাফডজন খ্যাতনামী। ভোট পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও বিনোদন এবং রাজনৈতিক জগতে পড়েছে করোনার ছায়া। সেই সঙ্গে করোনার কবলে কোন কোন খ্যাতনামীরা পড়লেন এক নজরে দেখে নেওয়া যাক -

রাজনৈতিক ব্যক্তিত্ব

১) রাহুল গান্ধী

২) মনমোহন সিং

৩) যোগী আদিত্যনাত

৪) হরসিমরত কউর

৫) সুজন চক্রবর্তী

৬) মমতাবালা ঠাকুর

৭) দিগ্বিজয় সিং

৮) মৌসম বেনজির নূর

৯) রণদীপ সিং সুরজেওয়ালা

বলিউড-টলিউড

১) সনু সুদ

২) মণীশ মালহোত্রা

৩) অর্জুন রামপল

৪) নীল নিতিন মুকেশ

৫) চৈতি ঘোষাল

৬) শুভশ্রী গঙ্গোপাধ্যায়

৭) জিৎ

৮) ঋতব্রত মুখোপাধ্যায়

మరింత సమాచారం తెలుసుకోండి: