প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুলরা সুযোগের অপেক্ষায় রয়েছেন। ওপেনিংয়ে নিজের জায়গা ধরে রাখার জন্য শুভমনকেও তো রান করতে হবে। তরুণ ভারতীয় ওপেনারের টেকনিকেও বেশ কিছু গলদ তুলে ধরলেন লক্ষ্মণ। বৃহস্পতিবার প্রথম দিনের শেষে সম্প্রচারকারী চ্যানেলকে তিনি বলেছেন, ‘‘ভিতরের দিকে সুইং করে আসা বল সামলানোর প্রস্তুতি নিতে হবে শুভমনকে। মোতেরায় এই ম্যাচের পিচ কিন্তু শেষ দু'টি ম্যাচের তুলনায় সহজ। এই পিচে শুভমনের ব্যর্থ হওয়ার কথা নয়।’’ লক্ষ্মণ যোগ করেন, ‘‘টেকনিকে কিছু গলদ লক্ষ্য করা গিয়েছে শুভমনের। ওর মাথা ঝুঁকে যাচ্ছে। ডান পায়ের উপরে বেশি ভর দিচ্ছে। তাই আড়াআড়ি পা বাড়াচ্ছে। এলবিডব্লিউ হওয়ার এটাই মূল কারণ।’’

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।


మరింత సమాచారం తెలుసుకోండి: